সৌমিত্র চট্টোপাধ্যায়

আমাদের দেশ এখন কোনো
যুদ্ধ করছে না অন্য দেশের সঙ্গে
তবু তুমি জেনে গেছ
যুদ্ধকালীন অবস্থা এখন জারি আছে
সীমান্তে কাঁটাতার, কাঁটাতারের ওপারে নিষেধ-
জলপাই রংয়ের পোশাকে
বনস্থলির সতর্কতা
অতএব বড় বেশি হুঁশিয়ার হয়ে
এখন জঙ্গলে পা রাখা
এখন গোলাগুলির আওয়াজ পাচ্ছ কি?
এই নৈঃশব্দ্যের মধ্যে
যুদ্ধকালীন কটু কথা
ক্রোধের উন্মক্ত আক্ষেপ যে বিস্ফোরণ তৈরি করছে
তার থেকে সুরক্ষিত হতে নেমে যাবে
এমন ট্রেঞ্চ
শুধু তোমার মনেরই মধ্যে থাকতে পারে
তা কি তুমি জানো?
এইখানে সংসারী
যুদ্ধ শুরুর আগের
মধুময় মুহূর্তকে মনে করে
সন্ন্যাসী এখানে
যুদ্ধ শেষের শান্তির জন্যে
হাঁটু গেড়ে বসে
এমনকি কবিরাও
এই ট্রেঞ্চের থেকে দূরবীনে দেখে
ঋতুর পরিবর্তন হচ্ছে
মাঘের ঠান্ডা হাওয়া
স্মৃতি নিয়ে আসে
স্বপ্ন নিয়ে চলে যায়
এবারের শীতে
তোমার পোশাকে বুঝি জলপাই রং?

~ সৌমিত্র চট্টোপাধ্যায় ( কাব্যগ্রন্থ, মধ্যরাতের সংকেত)

১৩৮
মন্তব্য করতে ক্লিক করুন