ফারহান নূর শান্ত

কবিতা - সাংসারিক জীবন থেকে বেরিয়ে

লেখক: ফারহান নূর শান্ত

সংসার জীবনের গণ্ডি থেকে বেরিয়ে,
আমরা চাই আমাদের একটু নিজস্ব সময় হোক।
নিজের মতোন করে,
বুক ভরে নিঃশ্বাস নেয়া।
চোখ বুজে আঁধারে আবছা আলো গায়ে মাখা
কিংবা জলের বুকে বয়ে চলা নিবিড় শান্ত ঢেউ দেখা।

কোনো বিরক্তিকর আওয়াজ নেই,
নেই কোনো পিছুডাক।
আমাকে ঘিরে রাখে গাছের পাতার ছায়া,
জলের শব্দে জুড়িয়ে আসে কান।

আমি দেখি মেঘ তারাদের লুকোচুরি খেলা,
আমার মতোন চাঁদও ওদের দেখে যাচ্ছে দিব্যি।

আবছা আঁধারে আনমনে ,
হাত বুলোতে থাকি চুলে।

ঠান্ডা বাতাসে মন প্রাণচঞ্চল হয়ে আসে।

আমি যে ভালোবাসি এ রাত,
আমার নিজের একান্ত ব্যক্তিগত সময়।

আমি বেঁচে থাকি একলা নিজের মতোন,
যেখানে কোনো কৃত্রিম কিছু নেই।
সবটাই প্রকৃতি দু হাত ভরে ছড়িয়ে দিয়েছে আমায়।

আমি নিজের কাছে ফিরি,
নিজের কাছে ফিরে আসি।

এতটুকু পাওয়ার জন্যই মাঝে মাঝে,
সাংসারিক জীবন থেকে বেরিয়ে আসতে চাই।

আমি বেঁচে থাকি,
আমি বেঁচে আছি।

(নারীর সাংসারিক জীবন,রূপক অর্থে লেখা)

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন