অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - শিবের গান

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী
ধরণ: গান

বাজাও শিব ডমরু বাজাও
নেচে নেচে ডমরু বাজাও,
দেখি কেমন ক’রে নাচো তুমি
দেখে জীবন ধন্য করি।।

ডমরু বাজাও খুশি মনে
হাসি থাকুক আননে,
দেখিয়ো না প্রলয়নৃত্য তোমার
সারা বিশ্ব কাঁপে থরথর।।

থাকো গলায় সর্প নিয়ে
দেখতে ভারি সুন্দর লাগে,
সন্তুষ্ট তুমি অল্পে
তাই তো মোদের প্রিয় হ’লে।।

হিমালয়ের কৈলাস পর্বত
শিখরে বাস করো,
সেথা বাস করে সারা জগৎ
পরিচালনা করো।।

অর্ঘ্যদীপ চক্রবর্তী
৬/১১/২০২৪

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন