উত্তপ্ত বাহাত্তর দেখিনি।
বিয়াল্লিশের আগুন ঝরা দিন,
বাহান্ন’র বুভুক্ষা, মহামারী,
রফিক-সালাম-বরকতের আঁজলা রক্ত,
কিংবা,
ফ্যানের জন্য হাহাকার
দেখা হয়নি কিছুই।

একাত্তরের উদ্বাস্তু জীবন,
আটাত্তরের প্রলয়ঙ্করী বন্যা!
অথবা—–
সাতাত্তরের বেপরোয়া জীবনের
দিশাহীন আবেগতাড়িত আত্মাহুতি
এ সবই দেখেছি
ইতিহাসের পাতায়।
ইতিহাসের সেসব রোমাঞ্চকর
কাহিনীকে ভর ক’রে এ বাংলা
লাল-আবীর স্নাত।

বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে,
উপলব্ধি করি—-
বর্তমান অত্যাচার-জিঘাংসা
আর মিথ্যাচারের কাছে
সেসব দিন পরাভূত।
একবুক স্বপ্নে বিভোর
কত ‘তরুন-অরুন’,
বিয়াল্লিশ হতে বাহাত্তরে
‘ গেল অস্তাচলে’।
সেসব দিন, স্বপ্ন,
অধরা আজও——।

রচনাকাল——//০৮ই এপ্রিল, ২০১১

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন