তোমার জন্যই
উদার আকাশ, নীল নীলিমায়
মেঘের ভেলা,
তোমার জন্যই
বাতাস শনশন, শরীর জুড়ায় গ্রীষ্ম বেলা।
তোমার জন্যই
সবুজ ক্ষেত, ধানের শীষে
খুশির মেলা।
তোমার জন্যই
নয়নাভিরাম নির্জনতায়
পাহাড় জুড়ে ঝর্ণা ধারা।
তোমার জন্যই
মুক্ত মনে বেড়ায় উড়ে
বনের পাখি বাঁধন হারা।
তোমার জন্যই
দেশে দেশে ঘরে ঘরে,
অমানিশায় দ্বীপান্বিতা ।
পূর্ণিমার জোৎস্নালোকে,
তোমার জন্যই
রামধনু রং বৃষ্টি স্নাতা।
প্রজাপতি হৃদয় জুড়ে,
মোনালিসা, তোমার জন্যই
জগৎ জুড়ে বেড়ায় উড়ে।
রচনাকাল …….১৬/১১/২০২০
মন্তব্য করতে এখানে ক্লিক করুন