আজাহার রাজা

কবিতা - ত্রিচরণ আবদ্ধ লেজে

লেখক: আজাহার রাজা

অন্তরীক্ষের গোপন বৃত্তে ঘূর্ণায়মান আবদ্ধ প্রতারণা,
প্রলোভনের অদৃশ্য সূচীতে বাঁধা চেতন ত্রিমাত্রিকতা,
আস্তিনে লুকানো কুশলী মুখোশের কৌশল—
বিস্মৃতির কালিতে আঁকা স্বর্গীয় চুক্তির কলাম,
অন্তর্জালের গন্তব্যে গৃহীত প্রবঞ্চনার একচেটিয়া সংরক্ষণ।

শূন্যে ভাসমান পুণ্যের পুঁজি লোভাতুর প্রহেলিকা,
আশ্বাসের রেশমবুননে অদৃশ্য অলৌকিক চাবিকাঠি,
অহংমুক্ততার আড়ালে কাঁচা প্রণোদনায় কৃত্রিমতার ছদ্মবেশ,
মর্মের অতলে প্রোথিত সিঁড়ি বিশ্বাসের বিক্রয়যোগ্য বাণিজ্য—
উজ্জ্বল প্রদীপে ঢাকা জ্ঞান চর্চা ‘কপট বিশ্বাসের’ অলংকার।

স্বর্গ ক্রেতারা বাণিজ্যিক হাঁকডাক স্বার্থের গোপন জাল,
সত্যের প্রসারিত প্রতিশ্রুতি অন্ধ আনুগত্যের বন্দনা,
দ্রোহের সূর্য মহিমায় মঞ্চে কৃত্রিম বিশ্বাসের মুখোশ,
স্বর্ণালী চেতনার আড়ালে পুণ্য বিনিময় বাণিজ্য,
পরিশুদ্ধতার প্রদীপে বিশ্বাসের ঘৃত নয়, ছড়ায় দাহ্য গুজব।

ঋদ্ধ জ্ঞানের অলিন্দে স্থবির কুসংস্কারের আস্ফালন,
তপস্যার নামান্তর অন্তঃস্থলে শেকলবন্দি মিথ্যার রাজত্ব,
বাক্যের অলংকারে সজ্জিত তীক্ষ্ণ অভিসন্ধির ঘূর্ণি,
দেবত্বের জাঁকজমকে বন্দি চেতন শূন্য মানবিকতা,
ঋষির বনে মায়ার প্রাচীরে বিক্রি অসহায়ের আত্মা ।

প্রাণ প্রবাহে মিশে থাকা প্রপাগান্ডার বিষাক্ত ধারা,
নির্মলতার আশ্বাসে লুক্কায়িত লোভের উন্মাদনা
মুখোশের অন্তরালে নির্মাণ আদর্শের প্রহসন,
নিরীহ পাঁজরে বেঁধে নৈবেদ্যের শিকল— অক্ষম দীর্ঘশ্বাস,
ত্রিচরণে আবদ্ধ লেজ অদৃশ্য কৃত্রিম বোধের ফাঁদ।

প্রজ্ঞার নামে অজ্ঞেয়তার মিথ্যে রূপকথা,
চেতনার স্তম্ভে দোদুল্যমান অবচেতনতার ছায়া,
‘ত্রিচরণের’ শিকলে বাঁধা আত্মশুদ্ধির পথ,
লেজে জড়ানো ত্রিচরণের কূটচাল— লক্ষ্য আধিপত্যের শাসন,
জাগতিক পরিশুদ্ধ পায়ের নিচে— বিক্রিত বিবেকের চিহ্ন।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন