ফারুক আহমেদ রনি

কবিতা - আমার সোনার বাংলা

লেখক: ফারুক আহমেদ রনি

তীক্ষ্ণ করাতে চিড়ে নিচ্ছে বোধের শরীর
বুকের সিঁড়ি দিয়ে গলগলে আলোকহীন অগ্নি সঞ্চালন
বাতাসে ভেসে আসছে জলের কুমির, উড়ন্ত মাছের পালক
ঘুমভাঙ্গা আধোঘুমে নিষ্ক্রিয় আত্মা ঢলে পড়ছে-
ভর করেছে অসুরের অতৃপ্ত ছায়া,
নির্লিপ্ত, হাহাকার পাড়ি দিচ্ছে ছাপ্পান্ন হাজার বর্গমাইল
দেয়ালে টাঙ্গানো আতংকিত বঙ্গবন্ধুর ছবি!

খবর পেয়েছি কালের সেরা কবিতার মৃত্যু হলো আজ
মৃত্যু হলো উৎকৃষ্ট বর্ণ মালায় রচিত-আমার সোনার বাংলা!
পোস্টমর্টেম হচ্ছে, অস্তিত্বকে কেটে টুকরো টুকরো করছে,
রক্ত ঝরছে সারা বাংলায়, নগর কিংবা গ্রামে রক্তের নহর জলে ও স্থলে,
নষ্ট প্রতিক্রিয়া গ্রাস করছে অকুতোভয় বাঙালির প্রাণ।
দাউ দাউ উনুনে পুড়ছে উৎকণ্ঠার নিস্তব্ধ আয়োজন
বিদ্রোহের আগুনে ঝরছে ঘাম, উত্তাল রমণীয় নদী
বিনম্র বিষাদে গাঁথা পলিমাটির ঘ্রাণ, উত্তরণের স্বপ্ন বিন্যাস,
চিড় ধরেছে পতাকায়, মানচিত্রও হায়েনারা করবে গ্রাস।

আমার কিছুই করার নেই, কারোরই নেই
১৭ বছর পর খোলস পাল্টে মহারতিরাও ভুলে গেছে
একটি লাল সবুজের পতাকা হাতে উচ্চারণ- আমার সোনার বাংলা!
অতর্কিতে পলাতক বিবেক আজ নিভৃত খোঁয়াড়!
আমার থেকে কেড়ে নেয়া হয়েছে নশ্বরতার আয়ু
বোধের ভেতরে বিবস্ত্র জননী নতজানু, নিস্তেজ সন্ত্রাসী আগুন।
উইপোকার দখলে গেছে মৌলিক অধিকার,
মাঠে ফুটবল নিয়ে খেলার কথা ক্ষুদে বাবুদের
তারাই এখন সৌখিন আদিম ত্রাস!

কার কথা বলবো, যারা ভেঙেছে বিশ্বাসের মন্দির?
ভীত সন্ত্রস্ত কবি, বুদ্ধিজীবী রাজপথের শ্লোগান,
যেদিকে তাকাই কোটী কোটি নগ্ন মাটির পুতুল
আরও আছে অক্টোপাসে প্যাঁচানো মৃত কঙ্কাল।
নেই, কোথাও আলো নেই, সুখ নেই, শোকও নেই
বেঁচে আছি এক বিধ্বস্ত প্রানহীণ ইতিহাসের শরীর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন