জীবনের খেলা
শংকর ব্রহ্ম
বৃষ্টি ধারার মত যদি অবিরাম দুঃখ ঝরে যায়
তবু কবি বসে থাকে সুখের আশায়,
জানি না কেন যে তার এমন স্বভাব
পৃথিবীতে নেই যেন সুখের অভাব।
সুখ সুখ করে কেটে যায় বেলা সুখ তো আসে না আর,
ফুরিয়ে আসে যে জীবনের খেলা তার যেন শুধু বারবার।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন