নাই দুঃখ নাই বেদনার লেশ
নাই নাই মৃত্যু হেথা
কবির হিয়া যে জগতে রহে বিছাইয়া
কল্পতরু হতে ফোটে যেথা কবিতা ।
কল্পনা যার প্রেয়সী
মানসফুল যার কবিতা
অবিনশ্বর সে মরজগতে
আগুনে পুড়েনা তার চিতা।
কবি জগতের ভবি
যে জানে এজগতের সবই
অদেখা মনের খেয়ালে চলে
নয়তো অর্থহীন শুন্য সবই।
মৃত্যু আছে সেখানে
মাটির বাঁধনে বাধা সব কিছু যার
মনের লেশ নেই যাতে
জগতে আছে লয়ে শুধু আপানার ভার।
@Stockholm ৮।৩০ রাত্রি
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন