মেহেদী হাসান

কবিতা - মৃত স্বপ্ন

লেখক: মেহেদী হাসান

আমার বইয়ের প্রতিটি পাতায়
আজ রক্তের দাগ।
এ রক্ত আমার স্বপ্নের খুন
হয়ে যাওয়া রক্ত।
প্রিয়তমার কপালের লাল টিপটির
মতো লাল এ রক্তের রং।

আমার স্বপ্ন গুলো বাঁচতে চেয়েছিল।
তারা কেবলই একটি বিন্দুকে ঘিরে
বৃত্তের পরিধীতে আবর্তন করছিল ।

আমার পাকস্থলিতে হাইড্রোক্লোরিক
এসিডের ক্ষরণ যখন
স্নায়ু তাড়নায় তাড়িত করেছে আমায়
তখন আমি দুর্ভিক্ষের কথা স্মরণ করে
শান্তনা দিয়েছি নিজেকে।

অস্তায়মান রবির মতো
রক্তিম চক্ষু যখন আমার
ফোটে পড়েছিল প্রভাতের রাঙা আলোয়,
সলিলে ছেয়ে গিয়েছিল যখন নয়ন,
তখন আমি নির্জন সমুদ্রে
হালভাঙ্গা এক নাবিককে ভেবেছিলাম।

পুথিস্থ অনুকল্প ,তত্ত্ব আর সূত্র যখন
আমার সত্যের সাথে conflict সৃষ্টি করতো
তখন আমি কবিতাকে কাছে ডাকতাম।
কবিতা, সেতো প্রেয়সীর মতো
সমস্ত ক্লান্তি দূর করে দেয়।

কিন্তু আমার স্বপ্ন আমার কবিতাকে হত্যা করেছে।
আর আজ সে নিজেই নিয়তির হাতে নিহত।

আমার স্বপ্নগুলো,
আমার স্বপ্নগুলো বাঁচতে চেয়েছিল।
তারা, ছিল কহুমূল্য ধাতুর তীক্ষ্ণ প্রান্তের মতো
উজ্জ্বল।
তাদের বুকে প্রতিফলিত হতো
ডাস্টবিনে পড়ে থাকা শিশুর
তিন দিনের বাসি লাশের চিত্র।
আর ধ্বনিত হতো অসহায়ের
নিঃশব্দ নির্বাক চিৎকার।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন