শিমুল মুস্তাফা

কবিতা - ব্যর্থতা

লেখক: শিমুল মুস্তাফা

এই যে ব্যর্থতা, এই যে দূরে সরে যাওয়া
এই যে নিজেকে গুটিপোকা সাজা
এই যে অর্থহীন এতো গুলো বছর
এতো রকম স্বপ্ন বোনা
নিদ্রাহীন অস্থির রাত জাগা
জীবনের এতো হিসেব নিকেশ
এতো জ্যামিতি,
এতো উপপাদ্য, রসায়ন
বিন্দু থেকে বৃত্তের শাসন
অংকের আগেই উত্তর খোঁজা
এটা করবো ওটা করবো
এটা হলে ওটা হবে
ফর্দে ফর্দে ভরে ফেলা
সংসার সাজানোর আয়োজন
দুইয়ে দুইয়ে চার মেলানোর
অগনিত ব্যর্থ চেষ্টা
তোমার জন্য আমার
আমার জন্য তোমার
এই যে এতোটা সময়
আমরা পার করলাম
কি লাভ হলো তাতে
দিন শেষে তো
হিসেব মেলে না
অংক মেলে না
স্বপ্ন মেলে না
জীবনে জীবন মেলে না
এর জন্য কে দায়ী
আমি না তুমি?
এর দায়ভার আমরা
কেউ নিতে চাইবো না,
না তুমি না আমি
তুমি চলে যাচ্ছো যাও
আমি শুধু আজীবন
বিবাদীই থেকে যাবো
শুধু জানা হলো না
তুমি অন্ধকার থেকে আলোতে
নাকি আলো থেকে
অন্ধকারে ছুটে গেলে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন