যে ভালবাসে সেই শুধু জানে ভালবাসা কি জিনিস। আমিতো ভালবাসিনি আমি জানিওনা।এমন কেউ কি আছে? যদি থাকে আমি তার সন্ধান পেতে চাই।
তার কাছে জেনে নেব ভালবাসা কি জিনিস : সারাক্ষণ গল্প করব, হৈ হুল্লোড় করব, আনন্দে মাতোয়ারা থাকব, নাচব গাইব হাসব আর বলব, “ভালবাসা তুমি কি জিনিস ভালবাসা তুমি কি জিনিস আমায় একবার বলবে কি?”
মন্তব্য করতে ক্লিক করুন