Amarendra sen

কবিতা - মুছে যাক অজ্ঞানতার পাপ

লেখক: Amarendra sen

সুখে বাঁচার একটাই পথ এই পৃথিবীতে
আহরিত হবে বাঁচার জ্ঞান,
ইপ্সিত হয়না লাভ রহিলে জ্ঞানের অভাব
কর্মদ্বারা জ্ঞানাহরণই ধ্যান ।
ধর্মের কোনো নেই পরিচয় আর
ছাড়া শুধু উপায় বাঁচার,
যে কর্ম ভাবনায় আছে বৃদ্ধির জ্ঞান
মানুষেরে করে মহীয়ান ,
সমাজ রাষ্ট্র ব্যক্তি জীবনে উন্নতি এনে
জীবনেরে করে সুমহান।
বিভেদ যেথায় জানবে অধর্ম সেথায়
ধর্ম শেখায় সাম্যের গান ,
জ্ঞানের আলোকে ক্ষুদ্র জীবনে
মানবেরে করে মহান ।
রবিরশ্মির মতো মুছাও অজ্ঞান আধার
জ্ঞানালোকে কর স্নান
পুন্য হোক- মুছে যাক পাপ চিরতরে
হোক মানব জীবন সুমহান।

৪১
মন্তব্য করতে ক্লিক করুন