বাঁশি বলে, ‘মোর কিছু নাহিকো গৌরব,
কেবল ফুঁয়ের জোরে মোর কলরব।’
ফুঁ কহিল, ‘আমি ফাঁকি, শুধু হাওয়াখানি—
যে জন বাজায় তারে কেহ নাহি জানি।’

পরে পড়বো
১৩১
মন্তব্য করতে ক্লিক করুন