কবিতা - যার ‘পরে তোর আস্থা গভীর কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা যার ‘পরে তোর আস্থা গভীর, এই যে বুকের বন্ধু তোর মার্জিত জ্ঞান-চক্ষু নিয়ে দেখ এই তোর শত্রু ঘোর। বন্ধু বেছে নিসনে রে তোর অমার্জিতের ভিড় থেকে, ভেজিয়ে দে ভাই অন্তরহীন অন্তরঙ্গতার এ দোর। ♥ ০ পরে পড়বো ৭৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন