ভালো হয়ে থাকা ভীষণ কঠিন
সমাজ দেবে না ঠাঁই,
খারাপ হয়েছি তবুও আমরা
ভালো মুখ খুঁজে যাই।
আমাদের মুখে মুখোশের ভিড়
স্বার্থপরতা – ভয়,
আমরা যেটাকে জীবন বলেছি
এটা তো জীবন নয়!
আধুনিকতাকে বাহানা করেছি
বদলে ফেলেছি মন,
ততটা বদল হইনি কখনো
যতটুকু প্রয়োজন।

মন্তব্য করতে ক্লিক করুন