কবিতা - হয় না ধরার বিভবরাশি কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা হয় না ধরার বিভবরাশি জোর জুলুমে হস্তগত, আনন্দের এই জীবন-সুধার পায় নাকো স্বাদ বিষাদ-হত। খুঁজছ তুমি পাঁচটা দিনের দুঃখ ভোগের পরিশ্রমে, সাত শ’ হাজার বছর ধরে জমল ধরায় খুশি যত!! ♥ ০ পরে পড়বো ৬৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন