কবিতা - আলিঙ্গন ও চুম্বন হায় কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা আলিঙ্গন ও চুম্বন হায় মরল তোমার ধেয়ান করে তোমার ঠোঁটের চুম না পেয়ে পান্না-চুনি গেল মরে। কাহিনি আর বাড়াব না অল্পে সারি কল্পকথা,- মরল কেহ ফিরে এসে প্রতীক্ষাতে জীবন ধরে।। ♥ ০ পরে পড়বো ৯১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন