তোর ঠোঁটের ওই মিষ্টি হাসি
আবেগ মাখা সুর,
তোর দু’চোখে নামছে সকাল
পাহাড়ি রোদ্দুর।
পাশেই থাকিস দুঃখ-সুখে
বন্ধু বলি তাই,
খুঁজলে দেখিস, তুই ছাড়া আজ
কোথাও আমি নাই।
হাত বদলের গল্পকথায়
ভাঙিস না তুই ঘর!
হাজার না হোক, একটা গল্পে
থাকিস জীবনভর।
আমার জীবন তোর করেছি
একটু পাশে থাক,
পালকি পালকি এই ‘আমি’টা
যত্নে বেঁধে রাখ।
কেউ খাঁটি নয় এই শহরে
সত্যি বলছি শোন,
ভালোয় থাকতে একে অপরের
ভালোবাসা প্রয়োজন।

মন্তব্য করতে ক্লিক করুন