বুকে ভয়, ভালোবাসা
হেরে গেছি কতকাল!
ছুঁড়ে ফেলি জমে থাকা
আবেগের জঞ্জাল।
তবুও জিতেছে মন
হয়নি কো কভু হার।
ফিরে যাও প্রিয়জন
ডাকবো না পিছু আর।
বুকে ভয়, ভালোবাসা
হেরে গেছি কতকাল!
ছুঁড়ে ফেলি জমে থাকা
আবেগের জঞ্জাল।
তবুও জিতেছে মন
হয়নি কো কভু হার।
ফিরে যাও প্রিয়জন
ডাকবো না পিছু আর।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন