বুকে ভয়, ভালোবাসা
হেরে গেছি কতকাল!
ছুঁড়ে ফেলি জমে থাকা
আবেগের জঞ্জাল।

তবুও জিতেছে মন
হয়নি কো কভু হার।
ফিরে যাও প্রিয়জন
ডাকবো না পিছু আর।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৮৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন