একটা দুপুর তোর ভাগে থাক
আমার ভাগে রাত,
একটা সকাল তোর আঁচলে
লিখুক সুপ্রভাত।

তিন সত্যির পরেও না হয়
আমিই থাকি ভুল,
নতুন আকাশ তোর খোঁপাতে
ফোটাক ভোরের ফুল।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন