সুদীপ তন্তুবায় নীল

কবিতা - বদলেছি পথ

লেখক: সুদীপ তন্তুবায় নীল

হারাতে হারাতে হারিয়েছি সব
হারানোর ভয় পাই না,
আবারও ভীষণ যন্ত্রণা দিয়ে
দাঁড়িয়ে দেখবে তাই না!

পারবে না আর, বদলেছি পথ
যে পথে কখনও আসতে,
ভুলবো না তবু, একটা সময়
অনেকটা ভালোবাসতে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন