হাজারো বর্ণবাদ
মোঃ শামছুউদ্দিন হাওলাদার
সাদা কালো বিভেদ চলছে
হাজার বছর ধরে,
বর্ণবাদের কলো থাবায়
মানুষ চলেছে মরে।
কতদিন চলবে এমন
বর্ণবাদের ধারা?
বর্ণবাদের দোহাই দিয়ে
মানুষ হবে মারা।
মেনে নেওয়া যায় না এমন
অমানবিক কাজ,
এই বর্ণবাদে যুক্তরাষ্ট্র
হারিয়েছে সব সাজ।
বর্ণবাদ কেড়ে নিলো কত
জর্জ ফ্লয়েডের প্রাণ,
আমারা পারি ফিরিয়ে দিতে
তাদেরকে সম্মান।
তার জন্য সকলকে আজ
নামতে হবে পথে,
তবেই আসবে সমঅধিকার
ভালোবাসার রথে।
প্রতিবাদের সময় এখন
ভেদাভেদ ত্যাগ করো,
সমঅধিকার শব্দটিকে
বুকে আঁকড়ে ধরো
হাজার বছর ধরে,
বর্ণবাদের কলো থাবায়
মানুষ চলেছে মরে।
কতদিন চলবে এমন
বর্ণবাদের ধারা?
বর্ণবাদের দোহাই দিয়ে
মানুষ হবে মারা।
মেনে নেওয়া যায় না এমন
অমানবিক কাজ,
এই বর্ণবাদে যুক্তরাষ্ট্র
হারিয়েছে সব সাজ।
বর্ণবাদ কেড়ে নিলো কত
জর্জ ফ্লয়েডের প্রাণ,
আমারা পারি ফিরিয়ে দিতে
তাদেরকে সম্মান।
তার জন্য সকলকে আজ
নামতে হবে পথে,
তবেই আসবে সমঅধিকার
ভালোবাসার রথে।
প্রতিবাদের সময় এখন
ভেদাভেদ ত্যাগ করো,
সমঅধিকার শব্দটিকে
বুকে আঁকড়ে ধরো
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৪৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন