কাজী নজরুল ইসলাম

কবিতা - বনে মোর ফুটেছে হেনা চামেলি

কাজী নজরুল ইসলাম

বনে মোর ফুটেছে হেনা চামেলি
যুঁথী বেলি।
এসো এসো কুসুম-সুকুমার
শীতের মায়া-কুহেলি অবহেলি।।

পরানে দেয় দোলা দেয় দোলা দেয় দোলা
উতলা দখিন হাওয়া,
কোকিল কুহরে কুহু কুহু স্বরে,
মদির স্বপন-ছাওয়া।
হাসে গীত-চঞ্চল জোছনা-উজল
মাধবী রাতে
এসো এসো যৌবন-সাথী
ফুল-কিশোর, চিতচোর, দেবতা মোর!
মম লাজ অবগুণ্ঠন ঠেলি।।

পরে পড়বো
৯৯
মন্তব্য করতে ক্লিক করুন