বিবর্ণ বসন্ত
শংকর ব্রহ্ম

বসন্তে যে মন রাঙাতো সে যে আজ কাছে নেই
বিবর্ণ এই বসন্তকাল শুধু গিলছে আমাকেই,
গ্রীষ্মকালীন দহন জ্বালা তবু সইতে পারা যায়
এই বসন্ত শুধুই যেন তুষের মতো পোড়াচ্ছে আমায়।
তাই দেখে এই মনটা শুধু করেছে যে হায় হায়
বসন্ত যে ক্রমাগত আমার মনে জাগায় দুঃখ ভয়।

যেন এই বসন্ত আমার কাছে বিবর্ণ বিস্ময়,
বসন্তকাল এলে পরেই কেন তার কথা মনে হয়,
সবার কাছে বসন্ত যে একই রকম নয়,
কারও কাছে বসন্ত আবার খুবই বর্ণময়।

বসন্তে যে রাঙিয়ে দিতো সে আজ কাছে নেই
বসন্তকাল আমায় যেন গিলতে আসছে ওই।

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন