এলেবেলে কথা
শংকর ব্রহ্ম

মা দুর্গা যখন মর্তে আসেন, হয়ে থাকে স্মৃতি,
এবার আবার রচিব তার আগমনী গীতি।

মা গো দেখি সবাই তোমায় ভক্তি ভরে ডাকে
চাইতে কিছু তোমার কাছে,
বদলে তার ঘুষের মত
থালায় থালায় প্রসাদ সাজিয়ে রাখে,
খুশি তোমায় করতে নাচে
দু’হাতে দুই ধুনুচি ধরে
যেন তোমায় কত যে ভক্তি করে!

ক’জন তোমায় স্বার্থবিহীন ভালবাসে
একটু শুধু খোঁজো,
অন্তর্যামী মা যে তুমি, সব কিছুই তো বোঝ?

সকলেই চায় স্বার্থ পুরণ
ভক্তি তো কেউ চায় না,
নিজের মুক্তি খোঁজে শুধু
কিন্তু যুক্তিবাদী হয় না।

পরে পড়বো
১৯০
মন্তব্য করতে ক্লিক করুন