দেখো তোমাদের জন্যই বেঁচে আছি-হ্রিদয়ে জানি
একা বাঁচার কথা কিন্তু কোনোদিনই ভাবি নাই আমি;
একলা হয়ে যেতাম কখনো যদি,
আমার অস্তিত্ব বিলীন হয়ে যেত পঞ্চভূতে
যেমন সাগরে মিলে যায় নদী।
তোমরা কি ভাবছ সেতো আমি জানি না-
আমিতো তোমাদের চোখে আমাকে দেখি
যেমন তোমাদের যদি একটা আঘাত লাগে
চোখে আসে জল,
আমি মনের চোখে বুঝি-যেমন মেঘ দেখে
বোঝা যায় বাদল।
তাইতো চাইলেও মরণ হয় না আমার
শত আঘাতেও হবে না সেই মরন আর
আমার আত্মা ছুঁয়ে ছুঁয়ে যায় দেহ হতে
তোমাদের সাথে মিশে গেছে এক স্রোতে,
তাইতো শত কষ্ট শত বাধায় তোমাদের কাছেই ফিরে ফিরে আসি
তোমাদের দুঃখে কাঁদি-সুখে মনের মাঝে আনন্দে বাজাই সুখের বাঁশি।

পরে পড়বো
১৬৬
মন্তব্য করতে ক্লিক করুন