Amarendra sen

কবিতা - কে বন্ধু তুমি সুখ না দুখ

Amarendra sen

কোনটা দুঃখ আর কোনটা সুখ
যদি সঠিক অনুভব করা যায় ,
মন না চাওয়ার পাওয়াটাকেই
দুঃখ বলে সহজেই দাগিয়ে দেয় ;
কিছুতেই মানিয়ে নিতে পারি না
বিষময় অনুভব করি প্রতিক্ষনে,
হতাশায় মন ভেঙে যেতে চায়
দুঃখই বইব আনন্তকাল ভাবি মনে ।
ঠিক বিপরীত সুখের অনুভব
ইপ্সিতের পাওয়াটাকে মনে হয়,
খুব আনন্দদায়ী খুব রোমাঞ্চ কর
সুখের অনুভবে মন ভেসে যায়।
খুবই কঠিন দুঃখ সুখ এড়িয়ে বাঁচা
দুঃখ মনকে অবসর দেয় ভাববার ,
কিন্তু সুখ মনকে ভাসিয়ে নিয়ে যায়
সেই দুখেরই কিনারায় বার বার ।

৩৫
মন্তব্য করতে ক্লিক করুন