বুঝিবে তখন
শংকর ব্রহ্ম
প্রেম তো ছিল একটু দূরে
দাঁড়িয়ে তোমার আশপাশে
শিশির ছিল উপুর হয়ে
ফুলের উপর আর ঘাসে,
এখন তোমায় দেখিব কেবলই
পরাণ ভরিয়া দু’চোখে ভরে
পূজারী যেমন প্রদীপের আলো
প্রাণের আবেগে ধরে
প্রতিমার ওই নিবিড় মুখে,
বিহ্বল হয়ে আপনার সুখে
আমিও তেমন মুখখানি তুলে
চুম্বন দেব অধরে,
বুঝিবে তখন ভালবাসি আমি
প্রিয়ারে আমার কি করে।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন