Amarendra sen

কবিতা - চির কাঙ্খিত বুকে চির স্থান দিও

Amarendra sen

তবে তাই হোক হে সৃষ্টি প্রিয়
আমার ক্ষনিকের স্থুল অস্তিত্ব,
মিশিয়ে দিয়ে তোমার মাঝে
আমায় চির নবীন করে নিও ।
তুমি ভালোবাসো তাই ভাবলোবাসি
খুঁজে ফিরি কে আছে হৃদয়ের কাছাকাছি,
হে অনন্ত তোমারে ভাবিতে ক্ষুদ্র মনে
আমার স্থুল অস্ত্বিত্ব হারিয়ে যেতে চায় সসীম ভুবনে।
তোমার অনন্ত চির নন্দিত
সৃষ্টির নব উত্থানে সুখ স্পন্দিত ,
চির গতি তবু চির শান্ত সমাহিত
চির কাঙ্খিত বুকে চির স্থান দিও।

পরে পড়বো
৩৮
আবৃত্তি করেছেন: অ ম রে ন্দ্র সেন
মন্তব্য করতে ক্লিক করুন