আদর্শ মমতা
মোঃ শামছুউদ্দিন হাওলাদার
মিষ্টি ঠোটের মায়াবি
হাসি পাগল করে মন
হয়তো সে এক জলপরী
কোমল সে শিহরন
লাজুক চোখের ঐ চাহনী
আমায় নিমেশে করে ঘায়েল
কখন পরে আলতা আবার
কখনো পরে পায়েল
দেহে আমার প্রান রহে না
ওগো পরলে মনে তোমায়
তোমার হৃদয়ে একটু খানি
জায়গা কি দেবে আমায়
কাজল বরন রুপ যে তোমার
ভেষে ওঠে এই দু চোখে
সুরেলা কন্ঠে সেই ডাকটা যেন
শুনতে পায় মৃদু ভরি বাতাসে
ধন্য আমি ধন্য ওগো
তোমার ভালোবাসাতে
চিরো দিন তুমি বেচে রবে
এই মনের মনিকুঠাতে
হাসি পাগল করে মন
হয়তো সে এক জলপরী
কোমল সে শিহরন
লাজুক চোখের ঐ চাহনী
আমায় নিমেশে করে ঘায়েল
কখন পরে আলতা আবার
কখনো পরে পায়েল
দেহে আমার প্রান রহে না
ওগো পরলে মনে তোমায়
তোমার হৃদয়ে একটু খানি
জায়গা কি দেবে আমায়
কাজল বরন রুপ যে তোমার
ভেষে ওঠে এই দু চোখে
সুরেলা কন্ঠে সেই ডাকটা যেন
শুনতে পায় মৃদু ভরি বাতাসে
ধন্য আমি ধন্য ওগো
তোমার ভালোবাসাতে
চিরো দিন তুমি বেচে রবে
এই মনের মনিকুঠাতে
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন