সাদাত হোসাইন

কবিতা - আমায় তুমি ভুল বুঝো না

সাদাত হোসাইন

আমায় তুমি ভুল বুঝো না, ভুল,
আমি তোমার নাকেরই নাকফুল।
আমি তোমার বুকের প্লাবন ঢল,
অভিমানের দৃষ্টি হলেও দিও-
আমিই তোমার চোখের কাজল-জল।

আমায় তুমি ভুল বুঝো না, ভুল,
আমি তোমার হারিয়ে যাওয়া কূল।
আমি তোমার উজান গাঙে তরী,
বৈঠাবিহীন পথ হারালেও জেনো-
আমিই তোমার শূন্য দুহাত ধরি।

আমায় তুমি ভুল বুঝো না, ভুল,
আমি তোমার খোঁপায় গোজা ফুল।
আমি তোমার নাকের নোলক-নথ,
আলতা রাঙা-নুপুর পায়ে এসো,
তাকিয়ে দেখ আমিই তোমার পথ।
~ সাদাত হোসাইন

পরে পড়বো
মন্তব্য করতে ক্লিক করুন