কত কাল কত শীত বসন্ত
দাঁড়িয়ে দুয়ারে,
কড়া নাড়ছি বিরামহীন,
সাড়া নেই; —
হাজার সূর্যালোকেও,
জমাট আঁধারের গহীন পথে,
ঢুকবার দিশা নেই।
বুঝিনি কখনও;
সাগর কিনারে বসে, বালুচরে
বেঁধেছি ঘর, রচেছি স্বপ্ন অনাগত ।
আত্মমগ্নতায় বিভোর, ভুলেছি
সাগরের ভয়াল ঢেউ !
চোখের পলকেই
উথাল-পাতাল ঊর্মি-দোলায়,
সে স্বপ্ন, আশা, যত্নে গড়া ঘর
বিলীন আজ!
পড়ে আছে শুধু বালুচর।
রচনাকাল —–১৯/১০/২০২৫
মন্তব্য করতে ক্লিক করুন