নীল শাড়িটি পরলে তোমায়।
খুুব যে দারুণ লাগে,
শাড়ির সঙ্গে নীল টিপ আজ
দেখবো সবার আগে।

শাড়িতে তোমায় বেশ মানায়।
দেখতে লাগে ভালো,
শাড়িটি পরলে তুমি অন্ধকার
ঘরে ফিরে আলো।

শাড়ি যদি এখন না দেই।
মুখটি হবে কালো,
যখন নীল শাড়ি এনে দেব।
ফিরবে মুখে আলো।

আমার একটা পাগলী ছিল।
পরতো যে নীল শাড়ি।
নীল শাড়ি না দিলে মুখটা
করতো শুধু বারি।

বউটা ছিলো শাড়ি পাগলি
করতো যে মন চুরি।
পাগলিকে ভালোবেসে যে
করবো আমার বুড়ি।

৭৮০
মন্তব্য করতে ক্লিক করুন