দুঃখের স্বাদ
শংকর ব্রহ্ম

অস্তিম দুঃখের স্বাদ
কাউকে দেব না আর
একা একা তাড়িয়ে তাড়িয়ে
একান্ত গোপনে
আমি তার স্বাদ নেব মনে,
যেন কোন সুস্বাদু আচার।

যেমন শিশুরা তার প্রিয় খেলনা
চায় না কাউকে দিতে প্রাণ খুলে
আমিও তেমন কাউকে দেব না
এই সুস্বাদু দুঃখের স্বাদ মন খুলে।
তবু যদি কেউ চায়?
অন্য কোন জনে
তবু আমি দেব না,দেব না
তাড়িয়ে তাড়িয়ে তার স্বাদ নেব মনে।

পরে পড়বো
১০
মন্তব্য করতে ক্লিক করুন