শংকর ব্রহ্ম

কবিতা - গোপন দাগ

শংকর ব্রহ্ম

গোপন দাগ
শংকর ব্রহ্ম

একটি পোষাক চেয়েছিলাম
গোপন দাগগুলোকে ঢাকতে
গভীর অসুখ চেয়েছিলাম গোপন করে রাখতে
একদা সাথী চেয়েছিলাম দুঃখ ভুলে থাকতে
একটি নাম চেয়েছিলাম প্রিয় সুরে ডাকতে
বাঁচার স্বপ্ন চেয়েছিলাম কেবল বেঁচে থাকতে

সব কিছু আজ ভেসে গেল
অন্ধ যেন পথ হারালো
দিনের আলো থাকতে গোপন ব্যথা ঢাকতে
সঙ্গী শুধু চেয়ে ছিলাম একলা বেঁচে থাকতে।

পরে পড়বো
১৬
মন্তব্য করতে ক্লিক করুন