সামস রবি

কবিতা - ভালোবাসার ক্ষমা নেই – ১

লেখক: সামস রবি

– তুমি কি কিছু বলবানা শুধু তাকিয়ে থাকবা নিরব চোখের আশ্রয়ে?
– আমি তো বলছি কত কথা, দিচ্ছি তোমার কত প্রশ্নের জবাব।
– তাই, তো কি প্রশ্ন তা?
– কেন তুমি কি জবাব পাওনি চোখের ভাষায়!
– আমি তো তোমার চোখে কোন জবাব খুঁজি না, শুধু তোমার চোখের গভীরতায় কখনও সাঁতরাই, কখনও উড়ে বেড়াই, কখনওবা স্বপ্ন গুলোকে নিজের মত করে সাজাই।
– কখনও কি অশ্রুর ঝর্নায় স্নান করেছ?
; হুম বুঝতে পেরেছি তোমার কষ্ট জনিত নিরব চোখের নিরবতায়।
; আমি কি ক্ষমা চাইবো, কষ্ট দিলাম তাই?
– না আমি তোমাকে কখনও ক্ষমা করতে চাই না, শুধু ভালোবাসতে চাই, ভালোবাসাতে চাই।
– আমি কত ভাগ্যবান তোমায় পেলাম তাই।
; নীলা চল বসি কৃষ্ণ চুড়ার তলায়।
– চল, তুমি জানো, ‘নীলা’ নামটা তোমার দেওয়া শ্রেষ্ঠ উপহার।
– আসলে আমি আজও জানিনা, নীলা আমার প্রিয় নাম কেন! জবাব খুঁজেছি কত, নীল সাগরে, নীল আকাশে, পাহাড়ের চুড়ায়, সকালের শিশিরে, বিকেলের লালীমায়, তবে প্রশান্তি পেয়েছি শুধু তোমার মায়াবী চোখের কোণে ভালোবাসার আদরে।
– তোমার কথার মায়ায় পড়ে আমি বার বারই তোমার প্রেমে পড়ি।
– চার অক্ষরের শব্দটার প্রতিটা অক্ষরকে প্রতিদিন কত কিছু দিয়ে সাজাই, তোমাকে বলবো বলে, কিন্তু তোমার সামনে এলেই মনে হয়, কি যেন ভুল হচ্ছে; সঠিক ব্যাখ্যাটা হয়তো দিতে পারবোনা, সবই গুলিয়ে ফেলি।
– না আমি কোন ব্যাখ্যা চাইনা, শুধু ভুলে যেও না, ভুল বুঝনা!
– আমি তোমাকে কোন মিথ্যা আশ্বাস দিব না। শুধু এইটুকুই জেনে রেখ, যদি কোন দিন এমন হয়, সেদিন ভেব আমার আত্মার মৃত্যু হয়েছে। আর সেদিন তুমি চলে যেও আমাকে দূরে ঠেলে, কোন অভিযোগ থাকবেনা।
– আমিতো এমনি বল্লাম কেন এতো সিরিয়াস হলে। কষ্ট দিলাম ক্ষমা কর?
– ‘তোমার কথাই বলি’ না আমি তোমাকে কখনও ক্ষমা করতে চাই না, শুধু ভালোবাসতে চাই, ভালোবাসাতে চাই।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৬২০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন