জ্ঞানের জয়
আবু জাফর মহিউদ্দীন
আরবের বুকে ছিল
মহা দুই ব্যক্তি,
জ্ঞানী আর শাহী বীর
যেন দুই মাস্তি।
শক্তিতে কুস্তিতে
শাহী এতোই পারঙ্গম
তার সম যত বীর,
হয় সবে নিজ্ঝুম।
জ্ঞানী বলে সে দেশে
ছিল এক রিক্ত,
সমাজের সব লোক
তাঁর ছিল ভক্ত।
এই দেখে শাহী বীরের
মনে এলো হিংসা,
জ্ঞানী বলে তার কেন
এতো মান লিপ্সা?
বলে, শাহী ওহে জ্ঞানী
কই তোমার শক্তি,
জ্ঞানী বলে এতো মান
এসো ধরি কুস্তি।
জ্ঞানী বলে, ওহে বীর
আছে এক শর্ত,
যদি মান রাজি তবে
হও যদিও দত্ত।
খিল খিল হেসে বীর
কি বলে শর্ত?
এক ঘুষি তুমি খেলে
ঝরবে যে রক্ত।
তুমি বীর পালোয়ান
দেখাও দেখি শক্তি,
তারপরে হবে লড়াই
লাগে যদি কুস্তি।
এই ধর রুমাল
তুমি করো নিক্ষেপ,
কত দূর যায় দেখি
নাহি করো আক্ষেপ।
শাহী বীর কিরমিরে
রুমাল ছুঁড়ে মারলো
দুই তিন চার গজে
সে রুমাল পরলো।
এরপর জ্ঞানী তার
পালা এসে পড়লো
কিংকর বেঁধে সাথে
রুমাল ঝাড়লো।
শাহী বীর পালোয়ান
জ্ঞানীর শক্তি দেখলো,
লজ্জায় নিচু হয়ে
হার সে মানল।
জ্ঞানী বলে ওহে শাহী
কেন কর বড়াই,
শক্তির মান থেকেও
হেরে গেলে মেধায়।
মহা দুই ব্যক্তি,
জ্ঞানী আর শাহী বীর
যেন দুই মাস্তি।
শক্তিতে কুস্তিতে
শাহী এতোই পারঙ্গম
তার সম যত বীর,
হয় সবে নিজ্ঝুম।
জ্ঞানী বলে সে দেশে
ছিল এক রিক্ত,
সমাজের সব লোক
তাঁর ছিল ভক্ত।
এই দেখে শাহী বীরের
মনে এলো হিংসা,
জ্ঞানী বলে তার কেন
এতো মান লিপ্সা?
বলে, শাহী ওহে জ্ঞানী
কই তোমার শক্তি,
জ্ঞানী বলে এতো মান
এসো ধরি কুস্তি।
জ্ঞানী বলে, ওহে বীর
আছে এক শর্ত,
যদি মান রাজি তবে
হও যদিও দত্ত।
খিল খিল হেসে বীর
কি বলে শর্ত?
এক ঘুষি তুমি খেলে
ঝরবে যে রক্ত।
তুমি বীর পালোয়ান
দেখাও দেখি শক্তি,
তারপরে হবে লড়াই
লাগে যদি কুস্তি।
এই ধর রুমাল
তুমি করো নিক্ষেপ,
কত দূর যায় দেখি
নাহি করো আক্ষেপ।
শাহী বীর কিরমিরে
রুমাল ছুঁড়ে মারলো
দুই তিন চার গজে
সে রুমাল পরলো।
এরপর জ্ঞানী তার
পালা এসে পড়লো
কিংকর বেঁধে সাথে
রুমাল ঝাড়লো।
শাহী বীর পালোয়ান
জ্ঞানীর শক্তি দেখলো,
লজ্জায় নিচু হয়ে
হার সে মানল।
জ্ঞানী বলে ওহে শাহী
কেন কর বড়াই,
শক্তির মান থেকেও
হেরে গেলে মেধায়।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন