জয় গোস্বামী

কবিতা - ছাই

লেখক: জয় গোস্বামী

এত দূরে চলে গেলে এতই সহজে?
মাত্র একদিন লাগল।
ছেড়ে যাওয়া মুখের কথা কি?
এমনকী, তোমারও কাছে তা-ই?

যার কাছে একদিন আসতে,যার সঙ্গে কথা বলতে
এখন সে তোমার ফেলে যাওয়া
একমুঠো ছাই…

২০৮
মন্তব্য করতে ক্লিক করুন