ছাই

জয় গোস্বামী জয় গোস্বামী

এত দূরে চলে গেলে এতই সহজে?
মাত্র একদিন লাগল।
ছেড়ে যাওয়া মুখের কথা কি?
এমনকী, তোমারও কাছে তা-ই?

যার কাছে একদিন আসতে,যার সঙ্গে কথা বলতে
এখন সে তোমার ফেলে যাওয়া
একমুঠো ছাই...
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন