অঙ্গার

জয় গোস্বামী জয় গোস্বামী

তোমার প্রেমিক,তাঁর সাদা পাতলা দাড়ি--
ফরসা রং--হাসিখানি অপূর্ব সুন্দর
যখন ঘাঢ় ঘুরিয়ে হেসে তাকালেন
মুহূর্তে তোমার বুকে ঝড়


এ ঝড় আমার জন্য কোনওদিন উঠবে না আর
'সাবধানে থাকবেন'--বলে চলে যেতে-যেতে
আমার বুক ফাঁক করে ভরে দিয়ে গেলে
একমুঠো ধকধকে অন্ধকার
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন