খারিজ
জয় গোস্বামী
কী দোষ জানলাম না, শুধু খারিজ হলাম
তোমার যা ইচ্ছে হল, তাই করলে,
বুড়ো লোকটার দিকে ঘুরেও দেখলে না
এখনও তোমার কথা আমাকে জিজ্ঞেস করে লোকে--
আমি বলিঃ সে আমার এককালের চেনা
কী দোষ জানলাম না, শুধু খারিজ হলাম
ভুলে থাকবার জন্য প্রাণপণ চেষ্টা করে যাই
একটুও পারি না
সাহায্য তো এককালে করেছ অনেক
এখন উপায় বলো তোমাকে ভোলবার
আমাকে সাহায্য করো, আর কখনও বলব না--
কথা দিচ্ছি, এই শেষবার!
তোমার যা ইচ্ছে হল, তাই করলে,
বুড়ো লোকটার দিকে ঘুরেও দেখলে না
এখনও তোমার কথা আমাকে জিজ্ঞেস করে লোকে--
আমি বলিঃ সে আমার এককালের চেনা
কী দোষ জানলাম না, শুধু খারিজ হলাম
ভুলে থাকবার জন্য প্রাণপণ চেষ্টা করে যাই
একটুও পারি না
সাহায্য তো এককালে করেছ অনেক
এখন উপায় বলো তোমাকে ভোলবার
আমাকে সাহায্য করো, আর কখনও বলব না--
কথা দিচ্ছি, এই শেষবার!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন