পরামর্শ
জয় গোস্বামী
জ্ঞানত কি আঘাত করেছি?
আমার তরফ থেকে কোন দুঃখ পৌঁছেছে কখনও?
ক্ষমা করতে পারলে না?ছিঁড়ে ফেললে নাড়ি?
এত রক্ত এত রক্ত!দু'হাতে চেপেও
থামছে না যে!
তোমার প্রেমিককে বলে একবার পরামর্শ নাও
কী করে এ-রক্তপাত বন্ধ করতে পারি।
আমার তরফ থেকে কোন দুঃখ পৌঁছেছে কখনও?
ক্ষমা করতে পারলে না?ছিঁড়ে ফেললে নাড়ি?
এত রক্ত এত রক্ত!দু'হাতে চেপেও
থামছে না যে!
তোমার প্রেমিককে বলে একবার পরামর্শ নাও
কী করে এ-রক্তপাত বন্ধ করতে পারি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন