উপহার

জয় গোস্বামী জয় গোস্বামী

এই লেখা বুক ভেঙে লিখি
তুমি তা বুঝবে না। জানি ঠিকই।
এখন তোমার চতুর্দিক
সদ্য পাওয়া প্রেমিকের আনন্দে উন্মাদ!
তোমার কথার আলতো ঠেলা
আমাকে উপহার দিয়ে গেছে
কালো এক অন্ধকার খাদ।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন