হঠাৎ দেখি এক যে পাখি
বসে আছে ডালে
আনমনে
গাইছে না গান
চাইছে না কেন
উত্তর দেবে কোন জনে?
এমনি সময় হঠাৎ করে
গাছ হতে তার একটু দুরে
চমকে উঠে আলোর ঝিলিক
উঠলো নেচে সেই পাখিটা
গাইলো গান তার বাকিটা
সেই সুরেতে দিগবিদিগ
জাগলো নেচে, গাইলো বেঁচে
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন