বোরহানুল ইসলাম লিটন

কবিতা - শুধুই শোনার তরে

বোরহানুল ইসলাম লিটন

যখন নির্জন পথে ক্লান্ত হই হেঁটে
শরীর এলিয়ে দিই দূর্বার চাদরে –
ভেবো না তা মাঘ টু ভাদরে!

তাপিত চৈত্রের ভূমি দিতে হেঁটে পাড়ি
ঘর্মাক্ত ললাট মুছি ছত্র বিনা দরে –
ভেবো না তা বাষ্পের আদরে!

আঁধার রাত্রেও একা হাঁটি নিদ্রা ভুলে
প্রবীণ স্রোতের ধারে শস্যের বাসরে –
ভেবো না তা কলি বা দাপরে!

হেঁটেই এসেছি আমি সহস্র বছর ফেলে
শ্যামলা এ’ বাংলার সর্বত্র পা রেখে
জীবনানন্দের মতো,
শিউলি তলার ভোর হয়ে
মাটির পিদিম নিয়ে নিয়নের এ’ সন্ধ্যা পর্যন্ত।

তবুও চলেছি হেঁটে
শুধুই শোনার তরে অকপটে –
”ক্লেশিত হৃদয়ে সদা কেন ভাবো চৌদিকে অকূল!
এই তো ক্লাইটি আমি ………..
আজকের সূর্যমূখী ফুল!”

২০৫
মন্তব্য করতে ক্লিক করুন