আমি তো আর মৌসুমী বায়ু নই যে সব সময়ে
কমরেডের পাশেপাশে বইব
কিম্বা যে কোনো সময়ে তাঁর কানে কানে রাজনীতি কইব!
আমি তো আর দলের স্লোগান নই যে তাঁর জিভে
সেঁটে রইব!
যদি বা কখনো তাঁর দেখা পেয়ে যাই সে এক অঘটন দৈব।
আমি তো আর কড়া চা নই যে তাঁর মুখের সদা সঙ্গিনী হইব!
আমি তো আর গদ্য নই যে ভাবি, কমরেডের জন্য কবিতা? নৈব।

২০৪
মন্তব্য করতে ক্লিক করুন