অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - শ্যামা মায়ের কবিতা

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

কে বলে শ্যামা মাকে যায় না দেখা?
মা তো ছড়িয়ে আছে এ জগতে সর্বত্র।
তাঁকে দেখার মতো চোখ আছে কি কারও?

সে আসে কন্যা হয়ে বাবা মায়ের ঘরে
সে আসে পত্নী হয়ে স্বামীর সেবা করতে।
তাঁকে বোঝার মতো মন আছে কি কারও?

সে সূর্য হয়ে আকাশে জ্বলে
সে ফুল হয়ে গাছে ফোটে।
তাঁকে চেনার মতো ক্ষমতা আছে কি কারও?

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১/১২/২০২৩

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৪১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন