পিঁপড়ে

শুভশ্রী রায় শুভশ্রী রায়

কবির চার দিকে পিঁপড়ে
পিঁপড়ে হটাও।
সরিয়ে দেওয়া না হলে
যত দিন যত ক্ষণ কবি সৃজনশীল থাকবেন
তত দিন ও তত ক্ষণ
ওরা কামড়ানো অব্যাহত রাখবে
কবিকে তিষ্ঠোতে দেবে না

সারি সারি পিপীলিকা কবির দিকে কেমন
এগোচ্ছে দেখ
অরক্ষিত শিকার পেয়ে খুব খুশি ওরা ।

আমরা কি চুপচাপ পিঁপড়েদের এই অত্যাচার দেখে যাব?
কেন চুপচাপ দেখব!
কেন আমরা এই সব কীটের অধিক বিনাশী পিঁপড়েগুলোর বাড়াবাড়ি মেনে নেব?
আমরা কি জানি না যে
কবি আমাদেরই জন্য বিষ থেকেও
অমৃত বার করে আনেন?
আমরা কী ভুলে গিয়েছি যে এত
এত এত সৃষ্টি-ছাড়া লোকজনের মধ্যে থেকেও
শেষ পর্যন্ত কবি লোকাতীত একা পুরোহিত
যিনি শব্দ ও পংক্তি দিয়ে সৌন্দর্যের পুজো করেন,
অফুরন্ত ব্রহ্মান্ডের সমস্ত অন্তর্গত সুরকে আমাদের উপযোগী করে পরিবেশন করেন?
অনন্ত সৌন্দর্যের সঙ্গে আমাদের যোগাযোগ করিয়ে দেন কবি।
যে কোনো মূল্যে তাঁর সৃজনশীলতা অক্ষুণ্ণ রাখতে হবে।

আমরা কি ততটা মরে গিয়েছি যে
সভ্যতাকে এমন কতকগুলো পিঁপড়ের হাতে
ছেড়ে দেব যারা মেধার অনুপম উৎসকে
একটু একটু করে খেয়ে ফেলে?
না
আমরা এখনো ততটা মরিনি।
কবিকে আমরা কতকগুলো হিংসুটে মেধাভূক পিঁপড়ের হাতে ছেড়ে দিতে পারি না।

এস সবাই মিলে
কবির চারপাশ থেকে সৃজনবিরোধী পিঁপড়ে হটাই।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ২১৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন