শঙ্খ ঘোষ

কবিতা - পাগল

লেখক: শঙ্খ ঘোষ

‘এত কিসের গর্জে আকাশ
চিন্তা ভাবনা শরীরপাত?
বেঁচে থাকলেই বাঁচা সহজ,
মরলে মৃত্যু সুনির্ঘাত!’

ব’লে, একটু চোখ মটকে,
তাকান মত্ত মহাশয়–
‘ঈষৎ মাত্র গিলে নিলে
যা সওয়াবেন তাহাই সয়।’

‘হাওড়া ব্রিজের চূড়োয় উঠুন,
নীচে তাকান, উর্ধ্বে চান–
দুটোই মাত্র সম্প্রদায়
নির্বোধ আর বুদ্ধিমান।’

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৬৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন